সারাদিন শত শত স্ক্রলে দূর দূরান্তের কত কত জনের খোঁজ রাখছেন। পোস্ট করছেন তাদের নিয়ে। সত্যি করে বলুন তো, শেষ কবে কোন বার আপনি কাছের মানুষের খোঁজ নিয়েছেন? পোস্ট করেছেন গ্রামের শৈশবের বন্ধুকে নিয়ে? কিংবা পাড়ার মুদির দোকানি, শেষ কবে জিজ্ঞেস করেছেন ‘কেমন আছেন?’
সামাজিক মাধ্যম দূরের জনকে কাছে করছে বটে, কাছের মানুষকে দূরের করে দিচ্ছে না তো?
নয়া মাধ্যমের এই নয়া দুনিয়ায় সম্পর্কগুলোও কি হয়ে উঠছে
নয়া মানবিক?
কি বলছে আমাদের প্রতিদিনের পোস্ট?
‘পোস্ট’
দেখুন।ভাবুন।করুন।