আপনি, আমি, আমরা এখন যেন তথ্য সুনামিতে আছি। এতো এতো তথ্য যে ভাবারও সময় নেই। আর কেন যেন আমরা মুখস্থ বিশ্বাস রাখি তথ্যে! ভাবি তথ্য নিয়েইতো গণমাধ্যমের কাজ।
কিন্তু নয়া মাধ্যমের এই নয়া দুনিয়ায় ফেসবুক ইউটিউব কিম্বা গণমাধ্যমেও কোনটা তথ্য, কোনটা মিথ্যা তথ্য, কোনটা অপতথ্য কিংবা গুজব, সে এক বড় প্রশ্ন।
অথচ সবই তথ্য হিসেবে প্রতিদিন হাজির হচ্ছে আপনার কাছে। আপনাকে প্রভাবিত করছে, করছে আক্রান্ত। অনেক সময়ই ছড়াচ্ছে বিদ্বেষ, উৎপাদন করছে হিংসা।
তাই তথ্যকে চ্যালেঞ্জ করুন।
যাচাই করুন স্বচ্ছতা, যাচাই করুন পোস্ট!
‘পোস্ট’
দেখুন। ভাবুন। করুন।